আশুলিয়ায় স্বামী-স্ত্রীরসহ তিন মরদেহ উদ্ধার
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ০৯:০৭ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার | আপডেট: ০৯:১০ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
রাজধানী ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি কক্ষ হতে এক প্রবাসী ও তাঁর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সৌদী আরব প্রবাসী পিয়ার আলী (৪৫) ও স্ত্রী শিক্ষিকা বুলবুলি বেগমের (৩৪) বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ফতেহপুর গ্রামে।
সোমবার দুপুর ২টায় আশুলিয়ার কুড়গাঁও বেলতলা এলাকায় ক্রয়কৃত সম্পত্তিতে নির্মিত বাড়ির একটি কক্ষ হতে স্বামী-স্ত্রী’র লাশ দুটি উদ্ধার করেছেন পুলিশ।
গত ৮/১০ বছর আগে আশুলিয়ার কুড়গাঁও বেলতলা এলাকায় জমি কিনে একটি বাড়ি নির্মাণ করেন তারা। এ বাড়িতে স্ত্রী বুলবুলি থাকতেন এবং কয়েকটি রুম ভাড়া দিয়ে আয় উপার্জন করতেন।
এ ব্যাপারে বাড়ির ভাড়াটিয়ারা জানান, বাড়ির মালিক পিয়ার আলী সৌদি আরবে কর্মরত। স্ত্রী বুলবুলি কুড়গাঁও এলাকার একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতার পাশাপাশি প্রাইভেট টিউশনী করতেন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। সে টাঙ্গাইল মির্জাপুর ফতেহপুরের একটি বিদ্যালয়ে থেকে ৭ম শ্রেণিতে লেখাপড়া করছে। কিছুদিন পূর্বে স্বামী পিয়ার আলী সৌদি আরব থেকে দেশে আসেন এবং তাদের মির্জাপুর বাড়িতে থেকে রোববার দুপুরে আশুলিয়ার কুড়গাঁও বাসায় আসেন। তারা একত্রে ভালোভাবেই সংসার পরিচালনা করতেন।
সোমবার দুপুর অবধি বাড়ির মালিকের দরজা বন্ধ দেখে তারা বাহির থেকে ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে জানালার কাঁচ ভেঙ্গে দেখতে পান স্বামী রশিতে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী খাটে পড়ে রয়েছেন। বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছে দরজার পাশ দিয়ে দেয়াল ভেঙ্গে নিহতদ্বয়ের লাশ উদ্ধার করে পুলিশ।
তারা জানায়,আত্মহত্যার মতো কোন পরিবেশ তাদের মাঝে ছিল না। এটা রহস্যজনক হত্যা বলেও তারা ধারণা করেন। ঘটনাস্থলে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ রিজাউল হক দীপু ও ইন্সপেক্টর তদন্ত জাভেদ মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রী’র লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হয়,পারিবারিক কলহের জের ধরে তারা আত্মহত্যা করে থাকতে পারে। ময়না তদন্ত শেষে জানা যাবে তাদের কিভাবে মৃত্যু হয়েছে। তবে তাদের কোন স্বজন এখানে নেই। তাদের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে সাভারের ভাকুর্তার সোনাই মার্কেট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে দশম শ্রেণীর শিক্ষার্থী হাবিবুর রহমানের মরদেহ পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা কেউ তাকে হত্যা করে নির্জন এই বাড়িতে ফেলে গেছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মালার প্রস্তুতি চলছে এবং নিহত শিক্ষার্থীর মরদেহের ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন অফিসার ইনচার্জ এএফএম সায়েদ।
কেআই/