ঢাকা, শুক্রবার   ০৫ জুলাই ২০২৪,   আষাঢ় ২১ ১৪৩১

রাজধানীতে প্যাথলজিক্যাল টেস্টে ব্যবহৃত মেয়াদ উত্তীর্ন কেমিক্যাল বিক্রির দায়ে জরিমানা

প্রকাশিত : ০৫:১৯ পিএম, ১৭ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৫:১৯ পিএম, ১৭ অক্টোবর ২০১৬ সোমবার

রাজধানীর সেগুন বাগিচায় প্যাথলজিক্যাল টেস্টে ব্যবহৃত মেয়াদ উত্তীর্ন কেমিক্যাল বিক্রির দায়ে বায়ো ট্রেড ইন্টারন্যাশনাল নামে আমদানী প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর সেগুন বাগিচার  সিজান টাওয়ার-২-এ অভিযান চালায়  র‌্যাব এবং ওষুধ প্রশাসনের কর্মকর্তারা। র‌্যাব জানায়, এসময় চীন থেকে আমদানি করা মেয়াদ উত্তীর্ন কেমিক্যাল উদ্ধার করে তারা। এসব কেমিক্যালের প্যাকেটের গায়ে জার্মানির নকল সিল দেয়া ছিল। এ ঘটনায় বায়ো ট্রেড ইন্টারন্যাশনালকে ১০ লাখ জরিমানা অনাদায়ে ২ বছর জেল দেয়া হয়।