সাবেক প্রধান বিচারপতি
সৈয়দ মাহবুব মোরশেদের মৃত্যুবার্ষিকী আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০১ এএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার | আপডেট: ১০:৪২ এএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার
উপমহাদেশের বিশিষ্ট আইনজ্ঞ, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি সংসদ বনানীতে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও কোরআনখানির আয়োজন করেছে।
এর পর আগামী শুক্রবার বাদ আসর গুলশানে মরহুমের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া আইনজীবীদের বিভিন্ন সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান মরহুমের গৌরবোজ্জ্বল জীবনের ওপর আলোচনা সভার আয়োজন করেছে।
এসএ/