ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

হামদার্দকে ৭-০ গোলের ব্যবধানে হারিয়েছে গণ বিশ্ববিদ্যালয়

গবি সংবাদদাতা

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়ন-১৯ ফুটবলের পঞ্চম দিনের খেলায় ( ৭-০) গোলের বড় ব্যবধানে হামদর্দ ইউনিভার্সিটি অফ বাংলাদেশকে হারিয়েছে গণ বিশ্ববিদ্যালয়।

বুধবার (৩ এপ্রিল ) বেলা আড়াইটায় গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধের শুরু থেকে নিজেদের স্বাভাবিক খেলা উপহার দিতে থাকে উভয় দল। খেলার ১১ মিনিটে নিজেদের নান্দনিক খেলার আভাস দিতে শুরু করে গণ বিশ্ববিদ্যালয়।

প্রথমার্ধের ৭ এবং ৯ মিনিটে দারুণ দুটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় গণ বিশ্ববিদ্যালয় খেলোয়াড় তারেক। ১০ মিনিটে আবারও সুযোগ পান গণ বিশ্ববিদ্যালয়ের সবুজ। সবুজের নিপুণ কৌশলের হেডটি গোলবারের উপর দিয়ে চলে যায়। খেলার ১২ মিনিটে হামদর্দ ইউনিভার্সিটির ১৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিখুঁত ফিনিশিংয়ের অভাবে বল জালে জড়াতে ব্যর্থ হন।

প্রথমার্ধের ১৫ মিনিটে সুযোগ কাজে লাগাতে ভুলে করেননি গণ বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় আরাফাত।  দলের হয়ে গোলের শুভ সূচনা করেন তিনি। দুই মিনিট ব্যবধানে বিপক্ষ দলের ৫ জন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে একক নৈপুণ্যে গোল করেন গণ বিশ্ববিদ্যালয়ের সাখাওয়াত।

২২ মিনিটের মাথায় দারুণ সুযোগ পায় হামদর্দ বিশ্ববিদ্যালয়ের অধিনায়ক। তার নেওয়া শটটি শক্তভাবে প্রতিহত করেন গণ বিশ্ববিদ্যালয়ের গোল রক্ষক জিসান।  প্রথমার্ধের শেষ মুহূর্তে নিজেদের রক্ষণভাগের ভুলে নিজেদের জালে বল জড়ায় হামদর্দ বিশ্ববিদ্যালয়। যার ফলশ্রুতিতে (৩-০) ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে গণ বিশ্ববিদ্যালয়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে একক আধিপত্য বিস্তার করে খেলতে থাকে গণ বিশ্ববিদ্যালয়। ৩৯ মিনিটে আরাফাত এবং ৪০ মিনিটে শামিমের গোল থেকে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে নিজেদের জয় অনেকটা নিশ্চিত করে গণ বিশ্ববিদ্যালয়।

দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটে আবারো গোল করেন গণ বিশ্ববিদ্যালয়ের তারেক। এর মাঝে আরো কিছু গোল করার সুযোগ পায় তারা। কিন্তু ফিনিশারদের ব্যর্থতায় ব্যবধান আরও বড় করার  সুযোগ থেকে বঞ্চিত হন তারা। খেলার ৫৪ মিনিটে প্রায় ২৫ মিটার দূর থেকে হেড দিয়ে নজর কাড়া গোল করেন গবির নিজাম। শেষ মুহূর্তে ৭-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সাভারের গণ বিশ্ববিদ্যালয়।

একই দিনের আরেকটি খেলায় দি এশিয়া প্যাসিফিক ইউভার্সিটি এবং বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির মধ্যকার ম্যাচটি গোলশুন্য ব্যবধানে অমীমাংসিত থাকে।                               এর আগে, গ্রুপ পর্বের আরেক খেলায় গ্রিন ইউনিভার্সিটির সাথে ০-০ ব্যবধানে ড্র করেছিল গণ বিশ্ববিদ্যালয়।                                     

উল্লেখ্য,গণ বিশ্ববিদ্যালয় ভেন্যুতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৮টি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের আসরে সরকারী-বেসরকারী মোট ৬৫টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।

কেআই/