ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১১ ১৪৩২

রাশিফল : কেমন যাবে আজকের দিন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২ এএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা। এটাকে অনেকে বিশ্বাস করেন, আবার অনেকে এটাকে বিশ্বাস করেন না। কিন্তু বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন নয়, দিনের শুরুতে মিলিয়ে নিন- কেমন যাবে আজকের দিনটি।

আজ ২১ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ এবং ২৭ রজব ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-০১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা।

আপনার জন্ম সংখ্যা :

আপনার ওপর প্রভাবকারী গ্রহ : ইউরেনাস ও মঙ্গল

আপনার শুভ সংখ্যা : ৪ ও ৯

শুভবার : রবি ও মঙ্গলবার

শুভ রত্ন : গার্নেট ও রক্তপ্রবাল

জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) :

কোনো পূর্বকর্মের ফলভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মামলা মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) :

বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা গ্রহণ করুন। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন) :

কোনো ধরনের সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতেও পারেন। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকতে পারে। কর্মস্থলে কোনো সিনিয়র সহকর্মীর পরামর্শে উপকৃত হতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) :

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। তীর্থযাত্রা হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) :

অতিন্দ্রীয় শাস্ত্রাদীর প্রতি আগ্রহবোধ করতে পারেন। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সা নিন। জৈবিক কামনা বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) :

জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অপরের প্রতি সদাচরণ করুন। কোনো ব্যাপারে বিবাদে জড়ানো ঠিক হবে না।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) :

কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। শরীর ভালো থাকবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) :

ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। সন্তানের কোনো বিষয় নিয়ে চিন্তিত হতে পারেন। মূল্যবোধ বজায় রাখুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) :

দিনটি মিশ্র সম্ভাবনাময়। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। কোনো ব্যাপারেই উত্তেজিত হওয়া ঠিক হবে না। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বোধ করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) :

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা গ্রহণ করলে ভালো করবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) :

পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। আজ কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। চক্ষু বা মাথাব্যথায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। মূল্যবোধ বজায় রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) :

দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর মোটামুটি ভালো থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। কোনো ব্যাপারে বিবাদে জড়ানো ঠিক হবে না। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

এসএ/