সারাদিন পারফিউম ধরে রাখার ৯ উপায়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:০৫ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

প্যাচপ্যাচে গরম আর ঘাম। বর্ষা কাল মানেই অস্বস্তি। সারা দিন বাড়ির বাইরে কাজে ঘাম আর দুর্গন্ধ নিত্য দিনের সঙ্গী। তাই পারফিউম এই সময় মাস্ট। সকালে পারফিউম লাগিয়ে বেরোলেও অনেক সময় কিছুক্ষণ পরই তা উবে যায়। জেনে নিন কী করলে পারফিউম সারা দিন স্থায়ী হবে-
১) শরীরের যে অংশে পারফিউম স্প্রে করবেন, সেখানে আগে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। পেট্রোলিয়াম জেলি গন্ধ বেশিক্ষণ ধরে রাখতে সাহায্য করবে।
২) গরম কালে মাথার স্ক্যাল্পও ঘামে। ফলে চুল থেকেও দুর্গন্ধ বেরনোর সম্ভাবনা থাকে। মাথা আঁচড়ানোর ঠিক আগে চিরুনিতে পারফিউম লাগিয়ে নিন। এতে গন্ধও স্থায়ী হবে। তবে তা হতে হবে খুবই কম। কেননা চুলে পারফিউম লাগালে চুল শুষ্ক হয়ে যেতে পারে।
৩) পারফিউম কখনওই ভিজে বা স্যাঁতস্যাতে জায়গায় রাখবেন না। আর্দ্রতা পারফিউমের গন্ধ কমিয়ে দিতে পারে।
৪) সাধারণত যাদের অয়েলি স্কিন, তাদের শরীরে পারফিউমের গন্ধ বেশিক্ষণ থাকে। তাই পারফিউম লাগানোর আগে সুগন্ধযুক্ত কোনও বডি লোশন লাগিয়ে নিন। গন্ধ বেশিক্ষণ থাকবে।
৫) পারফিউম লাগিয়ে তা শুকোতে সময় দিন। পারফিউম লাগানোর পরে খেয়াল রাখবেন যেন তা মুছে না যায়।
৬) অনেকেই এই ভুলটা করেন। দুই হাতের কবজিতে পারফিউম লাগিয়ে একসঙ্গে তা ঘষেন। কিন্তু এতে গন্ধ খুব তাড়াতাড়ি উড়ে যায়।
৭) পারফিউমের আগে যদি বডিস্প্রে ব্যবহার করেন, দেখবেন সেটি যেন একই ফ্লেভারের হয়। বডিস্প্রে শুকোলে তবেই পারফিউম লাগান।
৮) পারফিউম ব্যবহার করার আগে বোতলটি কখনওই ঝাঁকাবেন না।
৯) পারফিউমের বোতল সবসময়ে একটি বাক্সের মধ্যে রাখবেন। দেখবেন যাতে কখনওই পারফিউমের বোতলে রোদ না লাগে।
তথ্যসূত্র: আনন্দবাজার
এমএইচ/