ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

রাকসু নির্বাচন

সংলাপ কমিটির সঙ্গে স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বৈঠক

রাবি প্রতিনিধি

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে ‘সংলাপ কমিটি’র সঙ্গে বৈঠক করেছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। এসময় তারা রাকসুর নির্বাচনে তফসিল দ্রুত ঘোষণাসহ নয় দফা দাবি জানান। প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমানের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তাদের অন্য দাবিগুলো হলো,একটি সুষ্ঠু নির্বাচনবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর নির্ধারণ করা। ছাত্রত্ব শেষ এমন কাউকে যাতে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া না হয়, সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থীদের ভোটাধিকার এবং প্রার্থী হওয়ার সুযোগ না রাখা।

ভোটকেন্দ্র অবশ্যই অ্যাকাডেমিক ভবন কেন্দ্রিক করা, শিক্ষক এবং ছাত্রদের সমন্বয়ে পর্যবেক্ষণ দল গঠন, সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া, নির্বাচনে পোলিং এজেন্ট দেওয়ার সুযোগ,নির্বাচনে সব প্রার্থীদের সমানভাবে প্রচারণার সুযোগ প্রদান।

জানতে চাইলে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের আহবায়ক কেএম সাকিব বলেন,আমাদের দাবিগুলো কমিটিকে জানিয়েছি। তারা এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

বৈঠকে সংলাপ কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, সংলাপ কমিটির সদস্য সচিব সহকারি প্রক্টর সহযোগী অধ্যাপক মো.আবু সাঈদ নাজমুল হায়দার প্রমূখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কেএএম সাকিব, সিনিয়র সদস্য সারোয়ার সাব্বির, রাশেদ রাজন, মাজহারুল ইসলাম, সদস্য আবু বকর অন্তু, সাফিকুল ইহসান সিফাত, ফারহানা সুলতানা, ফয়সাল আহমেদ প্রমূখ।

কেআই/