ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

শিশুদের বিকাশ নিশ্চিত করতে পারলে কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: ড. শিরিন

প্রকাশিত : ০২:০৬ পিএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০২:০৬ পিএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

শিশুদের বিকাশ নিশ্চিত করতে পারলে কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে বলে মন্তব্য করেছেন স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী। ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু যাদুঘরে শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, শিক্ষামূলক সকল কার্যক্রমে শিশুদের অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের মূল্যবোধ তৈরি করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। কোন শিশুই যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার, তবে লক্ষ্যপূরণে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।