ইডেন কলেজের সাবেক অধ্যাপকের হত্যাকান্ডে জড়িত ৩ জনকে গ্রেফতার
প্রকাশিত : ০২:০৮ পিএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০২:০৮ পিএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার
২৭ লাখ টাকা লুট করতেই হত্যা করা হয়েছিলো ইডেন কলেজের সাবেক অধ্যাপক আলী হোসেনকে। হত্যাকান্ডে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে নগদ টাকা ও মুঠোফোন।
গেল ১১ অক্টোবর বনানীর নিজ অফিসে খুন হন অধ্যাপক আলী হোসেন মালিক। অধ্যাপক হিসেবে অবসরের পর ওই বেসরকারি অফিসে কর্মরত ছিলেন তিনি। সকালে র্যাব-৪ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির করে আসামীদের। এই হত্যার মূল মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত মাসুদ, আলী হোসেনের গাড়ী চালক। র্যাব জানায়, বেশ কিছুদিন ধরেই অফিসের কাজে ব্যবহৃত বিশাল অঙ্কের টাকার প্রতি নজর রাখছিলো গাড়ী চালক মাসুদ। পরে আরো ২ সহযোগীসহ হাত-মুখ বেঁধে এলোপাতারী ছুড়িকাঘাত করে আলী হোসেন মালিককে খুন করা হয়। সোমবার বরিশাল ও ঢাকা থেকে আসামীদের গ্রেফতার করে র্যাব-৪।