জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৯ এএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হচ্ছে আজ শনিবার। চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এই কর্মসূচির আওতায় দেশের প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৫ থেকে ১১ বছর বয়সী এবং মাধ্যমিক পর্যায়ের ১২ থেকে ১৬ বছর বয়সী সব শিশুকে একডোজ করে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা এ কার্যক্রম তদারকি করবে।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ২২তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হতে যাচ্ছে। এই কর্মসূচির আওতায় সারাদেশের এক লাখ ৩৩ হাজার ৯০৭টি প্রাথমিক ও ৩০ হাজার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের চার কোটি শিশুকে কৃমি নিয়ন্ত্রণ ওষুধ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশব্যাপী খুদে ডাক্তার টিমের মাধ্যমে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পরিচালনা করা হবে।
২০১৮ সালের এপ্রিলে শিশুদের কৃমিনাশক ওষুধ সেবনের হার ছিল ৯৭ দশমিক ৯৩ শতাংশ এবং ওই বছরের অক্টোবরে এ হার ছিল ৯৮ দশমিক ৪১ শতাংশ। ২০০৫ সালে খাগড়াছড়ি, ফেনী ও পটুয়াখালী জেলায় পাইলট প্রকল্প হিসেবে কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচি শুরু হয়। ২০০৭ সালে এটি আরও ২৪ জেলায় সম্প্রসারণ করা হয়। পরের বছরই সারাদেশে এই কর্মসূচি চালু করা হয়।
এসএ/