‘রকস্টার’ চরিত্রে পরমব্রত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:০৬ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এর আগেও তিনি বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করেছেন। এবার তাকে দেখা যাবে বাংলাদেশের একজন রকস্টারের চরিত্রে। শবনম ফেরদৌসীর পরিচালনায় পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘আজব কারখানা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।
চলচ্চিত্রটিতে পরমব্রত ছাড়াও কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করছেন মডেল সাদিয়া শাবনাজ ইমি ও দোয়েল। গত ১৫ মার্চ থেকে ময়মনসিংহের কেন্দুয়া, কুষ্টিয়া ও ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হয়।
বাংলার লোকগানের সংস্পর্শে এস কী পরিবর্তন ঘটে খ্যাতনামা একজন রকস্টারের-সেই গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘আজব কারখানা’।
চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা শবনম ফেরদৌসী বলেন, ‘আসলে আমি আমার দেখার বাইরে, অভিজ্ঞতার বাইরে কিছু বলি না। ‘আজব কারখানা’ আমার অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা থেকে আমি সব সময় একটা ব্যাপার অন্বেষণ করেছি, সেটা হলো- কে আসলে শিল্পী? প্রকৃত শিল্পের কথা আমরা বলি, সেটা আসলে কোনটা? সে অন্বেষণের গল্পই ‘আজব কারখানা’।’
চলচ্চিত্রটিতে বাংলাদেশের তুমুল জনপ্রিয় একজন ‘রকস্টার’-এর চরিত্রে অভিনয় করছেন পরমব্রত।
এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘পরমব্রত বুঝতেই দেয় না যে ও একজন বড়মাপের অভিনেতা। নিজের চরিত্রের ব্যাপারে তার আন্তরিকতা ও নির্মাতার সঙ্গে বোঝাপড়ার বিষয়টি চমৎকার। দিনে দিনে ও যে আমার ‘রকস্টার’টা হয়ে উঠছে এটাই আমার জন্য আনন্দের। চরিত্রটির ভেতর ও প্রতিনিয়ত দারুণভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে। আশা করি, দর্শকের কাছেও তা ভালো লাগবে।’
দেশের প্রত্যন্ত অঞ্চলের লোকসংগীত শিল্পীরাও এই চলচ্চিত্রে তাদের মতো করেই উপস্থিত থাকছেন বলে নির্মাতা শবনম ফেরদৌসী জানিয়েছেন।
এসএ/