ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪,   আষাঢ় ১৬ ১৪৩১

পরিবহন শ্রমিকদের চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্পের আয়োজন

প্রকাশিত : ০৮:১০ পিএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৮:১০ পিএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকালে চিকিৎসা ক্যাম্পে প্রায় দু’শ শ্রমিক চিকিৎসা নেয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, চালক কিংবা যাত্রী সবাইকে সড়কে নিরাপত্তা নিয়ে সচেতন থাকতে হবে। সড়ক দূর্ঘটনায় একজন চালক যেমন দায়ী থাকেন, তেমনি পথচারি বা যাত্রীর অসচেতনতাও সমানভাবে দায়ী। পরে নগরীর মাদারবাড়ি এলাকায় অনুষ্ঠিত হয় গণসচেতনতা মূলক সমাবেশ।