ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

গুরুদাসপুরে চিকিৎসক সংকটে ভোগান্তিতে রোগীরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:২৫ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রবিবার | আপডেট: ০৩:১৮ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রবিবার

ডাক্তার সংকটের কারণে নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা দান কার্যক্রম ভেঙে পড়েছে। তিন জন চিকিৎসক দিয়ে কোনোমতে চলছে হাসপাতালটি। ফলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।

চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুর উপজেলায় গ্রাম আছে ১২৮টি। এসব গ্রামের লোকসংখ্যা ৩ লাখেরও বেশি। গ্রামবাসীদের জন্যে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা একেবারেই পর্যাপ্ত নয়।

স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন ডাক্তারের পদ থাকলেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ৩ জনকে দিয়ে চলছে সেবা প্রদান কার্যক্রম। ডাক্তার সংকটের কারণে মুখ থুবড়ে পড়েছে হাসপাতালের চিকিৎস সেবা কার্যক্রম।

নিয়োগ পাওয়া ২ জন কনসালটেন্ট ডাক্তার ছুটিতে রয়েছেন। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সরবরাহ অপ্রতুল, চিকিৎসা নিতে এসে অনেককেই ফিরে যেতে হয়।

ডাক্তার সংকটের কথা স্বীকার করে ২৪ ঘন্টা ডিউটি পালন করার অসহায়ত্বের কথা জানান হাসপাতালে কর্মরত একমাত্র মেডিকেল অফিসার।

প্রয়োজনীয় জনবল নিয়োগ আর রক্ষাণাবেক্ষনের মধ্য দিয়ে দ্রুত উপজেলার স্বাস্থ্যসেবার মান নিশ্চিতের দাবি এলাকাবাসীর।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

 

এসএ/