ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪,   আষাঢ় ১৬ ১৪৩১

মোহামেডানকে ১-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাব

প্রকাশিত : ০৮:০০ পিএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৮:০০ পিএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডানকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে উত্তর বারিধারা ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল গোল শুন্য। অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষ বারিধারার বিপক্ষে শুরু থেকেই সাদামাটা ফুটবল খেলতে থাকে মোহামেডান। ফরোয়ার্ডদের ব্যার্থতায় প্রথমার্ধে কোন দল গোলের দেখা পায়নি। বিরতির পর ৮৪ মিনিটে একমাত্র গোলের দেখা পায় বারিধারা। মোহামেডানের ডিফেন্ডার বিশ্বনাথ নিজেদের ডি বক্সে অবৈধভাবে বারিধারার সবুজকে বাঁধা দেন। এতে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে সহজেই গোল করে দলকে এগিয়ে নেন সবুজ। এই ম্যাচ শেষে ১১ খেলায় মোহামেডানের সংগ্রহ নয় পয়েন্ট। আর সমান খেলায় বারিধারার পয়েন্ট ৬।