ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪,   আষাঢ় ১৬ ১৪৩১

ফাইনালে উঠেছে সিমাখালী স্কুল এবং সব্দালপুর স্কুল

প্রকাশিত : ০৮:০০ পিএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৮:০০ পিএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

মাগুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে বালক বিভাগে ফাইনালে উঠেছে সিমাখালী স্কুল এবং সব্দালপুর স্কুল । এছাড়া বালিকা বিভাগে চটকাবাড়ীয়া স্কুল এবং গোয়ালদা স্কুল উঠেছে ফাইনালে। বালক বিভাগের প্রথম সেমিফাইনালে পলাশবাড়ীয়া স্কুলের বিপক্ষে সিমাখালী স্কুল জয় পেয়েছে ১-০ গোলে। দ্বিতীয় সেমিফাইনালে কালিনগর স্কুলের বিপক্ষে একই ব্যবধানে জয় পেয়েছে সব্দালপুর স্কুল। বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে পলাশবাড়ীয়া স্কুলের বিপক্সে ৪-০ গোলের জয় দিয়ে ফাইনালের টিকেট পেয়েছে চটকা বাড়ীয়া স্কুল। আর দ্বিতীয় সেমিফাইনালে ধলহারা স্কুলকে ৫-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠেছে গোয়ালদা স্কুল।