ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪,   আষাঢ় ১৬ ১৪৩১

এক সপ্তাহের ব্যবধানে লাগামছাড়া হয়ে উঠেছে সবজির বাজার

প্রকাশিত : ১০:৪১ এএম, ১৯ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ১০:৪১ এএম, ১৯ অক্টোবর ২০১৬ বুধবার

চট্টগ্রামে লাগামছাড়া হয়ে উঠেছে সবজির বাজার। এক সপ্তাহের ব্যবধানে সব ধরণের  সবজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। বৃষ্টির কারণে বিক্রেতারা দাম বেড়ে যাওয়ার অযুহাত দিলেও ক্রেতারা বলছেন বাজারে মনিটরিং না থাকায় চলছে এই নৈরাজ্য। বন্দর নগরীর কাঁচা বাজারগুলোতে একমাস আগে থেকেই আসতে শুরু করেছে শীতকালীন সবজি। সেই সাথে মৌসুমি সবজির বিপুল যোগানও আছে বাজারে। কিন্তু নগরীর বৃহত্তম পাইকারি  বাজার রিয়াজউদ্দীন বাজার, কাজীর দেউড়িসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে গত এক সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে সব ধরণের সবজির দাম। বেশির ভাগ সবজির দামই প্রায় দ্বিগুণ পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিতে মৌসুমি সবজির ক্ষতি হওয়ায় সরবরাহ কমে গেছে। এদিকে সবজির দাম নাগালের বাইরে চলে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। তবে সবজির বাজার চড়া থাকলেও স্থিতিশীল আছে মাছ- মাংসের দাম।