ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে বান্দরবানে চলছে হরতাল

প্রকাশিত : ১০:৪৯ এএম, ১৯ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ১০:৪৯ এএম, ১৯ অক্টোবর ২০১৬ বুধবার

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে বান্দরবানসহ পার্বত্য জেলায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। পার্বত্য চট্টগ্রামের পাঁচটি বাঙ্গালী সংগঠনের আহবানে এই হরতাল চলছে। হরতালের কারনে সকাল থেকে বান্দরবানের সাথে সারাদেশের দূর পাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে  জেলা শহরের অভ্যন্তরে ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। বাঙ্গালী সংগঠনের নেতারা জানান, এই আইন পাশ হলে পার্বত্য চট্টগ্রামে ভূমি সংক্রান্ত বিরোধ ও সংঘাত আরো বেড়ে যাবে, তাই বরাবরের মতই আইন বাতিলের দাবি জানিয়ে আসছে পার্বত্যবাসী।