তিনে ওঠা হলো না আর্সেনালের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২৩ এএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার
ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হল উনাই এমেরির দল। ফলে টটেনহাম হটস্পারকে টপকে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে ওঠার সুযোগ হারাল গানাররা।
রোববার প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরে গেছে আর্সেনাল। গত সেপ্টেম্বরে ঘরের মাঠে লিগের প্রথম পর্বে এভারটনকে ২-০ গোলে হারিয়েছিল তারা।
গুডিসন পার্কে ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। মাইকেল কিনের অসুস্থতায় ম্যাচের আগ মুহূর্তে দলে জায়গা পান ফিল জাগেইলকা। আর এই ডিফেন্ডারের একমাত্র গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য। লম্বা থ্রোয়ে আর্সেনালের বক্সে বল পেয়ে কাছের পোস্ট থেকে লক্ষ্যভেদ করেন তিনি।
হতাশা নিয়ে প্রথমার্ধ শেষ করে অতিথিরা। ২০১৬ সালের মে মাসের পর লিগে প্রথমবার শুরুর ৪৫ মিনিটে একাধিক শট নিতে ব্যর্থ তারা।
বিরতি থেকে ফিরেও ভাগ্য বদলায়নি গানারদের। বরং অতিথি গোলরক্ষক বার্নড লেনোকে ব্যস্ত থাকতে হয়েছে এভারটনের আক্রমণ ঠেকাতে। ফলে মৌসুমে সপ্তম হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।
এ হারে ৩২ ম্যাচে ১৯ জয় ও ছয় ড্রয়ে চতুর্থ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৩। ১ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। লিভারপুল ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ অবশ্য কম খেলেছে তারা। আর ৩৩ ম্যাচে ১৩ জয় ও সাত ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে এভারটন।
সূত্র: লাইভস্কোর ডটকম
একে//