ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

নগরবাসীর ভোগান্তীর প্রভাব ময়মনসিংহ সিটি নির্বাচনে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১০ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

মেয়াদ শেষ হয়ে গেলেও আন্ডার বাইপাস সুয়ারেজ লাইন প্রকল্পের কাজ শেষ করতে পারেনি ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এর প্রভাব ৫মে’র সিটি কর্পোরেশন নির্বাচনে পড়বে, বলছেন ভোটাররা।

৪ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার থানাঘাট থেকে তাজমহল মোড় হয়ে মিন্টু কলেজ পর্যন্ত প্রায় ২ কিলোমটিার সড়কের আন্ডার বাইপাস সুয়ারেজ লাইনের কাজ শুরু হয় ২০১৭ সালের ৩ ডিসেম্বর। ১ বছরের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হলেও কাজের অর্ধেকও শেষ হয়নি। রাস্তায় পাহাড় সমান মাটিসহ ভাঙাচোরার কারণে চরম দুর্ভোগে স্থানীয়রা।

এদিকে, আগামী ৫মে প্রথমবারে মতো হতে যাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন। নির্ধারিত সময়ে সুয়ারেজ লাইনের কাজ শেষ না হওয়ায় এর প্রভাব নির্বাচনে পড়বে বলে মনে করছেন ক্ষুব্ধ স্থানীয় ভোটাররা।  

নানা সমস্যার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারার কথা স্বীকার করেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা।

তবে নির্বাচনে কাজের কোন প্রভাব পড়বে না বলে দাবি করেছেন সাবেরক মেয়র ও বর্তমান প্রশাসক।