ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

কবিতা, তুমি কেমন আছো?

নূরুর রহমান

প্রকাশিত : ০২:৪০ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

আমি ক্লান্ত।

তবে

আমি ভালো আছি।

 

ক্রমাগত হেঁটে যাচ্ছি।

কারণ

আমিও ‘ক্লান্তপ্রাণ এক’।

 

এখন

সময়টা আমার

কথা না বলার।

নিজের সাথেও না।

না এবং না।

 

কারণ

আমি ক্লান্ত।

থমথমা দুপুরে

একাকী শালিক।

 

এখন

আমার ক্রনিক অনিদ্রা

আমারই অতল সুপ্তি।

 

কারণ

আমারে আমিই

করি অপচয়।

আদি এবং অন্তে।

বিষাদ-বিচ্ছেদ-আনন্দে।

 

এখন

আমারই অ-সুখগুলো

তৃপ্ত দাহে জল টলটল।

 

কারণ

আমি ভালো নেই।