ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪,   আষাঢ় ১৬ ১৪৩১

ছুরিকাঘাতে আহত আওয়ামী জনতা লীগ সভাপতি শেখ স্বাধীন মনির মারা গেছেন

প্রকাশিত : ১১:২৩ এএম, ১৯ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ১১:২৩ এএম, ১৯ অক্টোবর ২০১৬ বুধবার

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে আহত ফতুল্লা থানার আওয়ামী জনতা লীগ সভাপতি শেখ স্বাধীন মনির মারা গেছেন। সকাল ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গেলোরাতে সন্ত্রাসী হামলায় আহত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। স্থানীয়সুত্রে জানা যায়, পাগলা এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা মির হোসেন মিরুর সঙ্গে মনিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। কিছুদিন আগে রসুলপুর এলাকায়  ডিশ ব্যবসার আধিপত্য নিয়ে স্থানীয় লিটন ও মীর হোসেন মীরু গ্রুপের সংঘর্ষ হয়। এরই জেরে হত্যাকান্ড ঘটেছে বলে ধারনা করছে এলাকাবাসী।