ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪,   কার্তিক ৩০ ১৪৩১

ঔষদ শিল্পের বিকাশে বাংলাদেশ ও তুর্কির মধ্যে চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

বাংলাদেশ ও তুর্কি উভয় দেশের মধ্যে ঔষধ শিল্পের বিকাশে এক সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ স্মারক সই হয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিস (বিএপিআই) ও তর্কি ঔষদ অ্যাসোসিয়েশনের মধ্যে সম্পাদিত এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে বিএপিআই সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান সই করেন। তুর্কির পক্ষে উপস্থিত ছিলেন তুর্কি ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী এইচ ই প্রফেসর ড. এমিনি আল্প মেসি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএপিআই প্রেসিডেন্ট নাজমুল হাসান বলেন, বাংলাদেশের ঔষদ শিল্প অনেক বিকশিত হয়েছে। আমরা বিকাশমান এ শিল্পকে আরও এগিয়ে নিতে আজকের এ চুক্তি সই করলাম। আশা করি এতে দুই দেশ স্বাস্থ্যসেবা খাত অনেক বেশি লাভবান হবে।

বিএপিআই সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান বলেন, আজকের এ সমঝোতা সই দুই দেশের ঔষদ শিল্প খাতে নতুন দিগন্তের সূচনা করবে। আশা করি তুর্কি আমাদের মান সম্মত ঔষধ আমদানি করবে।

তুর্কি ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী এইচ ই প্রফেসর ড. এমিনি আল্প মেসি বলেন, বাংলাদেশ এখন অনেক ভাল ও মানসম্মত ঔষধ তৈরি করছে। ঔষধ শিল্পে এ দেশ অনেক অগ্রসরমান। এ চুক্তির ফলে দুই দেশের ঔষধ ও ঔষধ সামগ্রী আমদানি-রফতানি ত্বরান্বিত হবে। দুই দেশের স্বাস্থ্যসেবা খাত শক্তিশালী হবে। পরস্পর সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘমেয়াদে উপকৃত হবে।

আরকে//