ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

বালুদস্যুদের অত্যাচারে ঘর ছাড়ছেন মানিকগঞ্জের বাসিন্দারা

প্রকাশিত : ১১:৩১ এএম, ১৯ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ১১:৩১ এএম, ১৯ অক্টোবর ২০১৬ বুধবার

বালুদস্যুদের অত্যাচারে ঘর ছাড়ছেন মানিকগঞ্জের কালীগঙ্গা নদীপারের বাসিন্দারা। ভাঙছে ঘরবাড়ি, জমি-জিরাত আর ফসলের খেত। জীবন বাঁচাতে প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও ফল পাচ্ছেন না সাধারণ মানুষ। মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ি মৌজার আছিয়া খাতুনের এই আর্তি গেল সাত বছরেও পৌঁছায়নি প্রশাসনের কানে। এরিমধ্যে বাড়ি ভেঙেছে তিনবার। স্থানীয় শিমুলিয়া, ভাড়ালিয়া, পোটাইল, হিজলাইনসহ আরও সব মৌজা আর নদীপারের গ্রাম ঘুরে সন্ধান পাওয়া গেল অসংখ্য অসহায় মানুষের। অভিযোগ, কালীগঙ্গায় বালু তোলার কারণে বিলীন হচ্ছে বসত ভিটা, কৃষিজমি। এলাকাবাসীর প্রতিবাদ উপেক্ষা করে প্রতিদিনই বালু তুলছে আবু বক্কর সিদ্দিক তুষারের লোকজন। তাঁর দাবি, সবকিছুই হচ্ছে নিয়ম মেনে। কালীগঙ্গায় অনিয়ম আর অসহায় মানুষের জিম্মিদশা নিয়ে কথা বলতে নারাজ জেলা প্রশাসন কিংবা স্থানীয় সাংসদ। এই সুযোগে বালু সন্ত্রাসীরা হয়ে উঠেছে আরও বেপরোয়া।