আশা বাঁচিয়ে রাখল মোহামেডান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০৭ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ভীষণ চাপের মধ্যে নেমে মোহামেডান স্পোর্টি ক্লাবকে টানলেন ডানহাতি ব্যাটসম্যান রকিবুল হাসান। পরে স্পিন ঘূর্ণির পসরা সাজিয়ে প্রাইম ব্যাংকের সর্বনাশ করেন সোহাগ গাজী ও মোহাম্মদ আশরাফুল। তদের নৈপুণ্যে শক্তিশালী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে উড়িয়ে দিয়ে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মোহামেডান।
সোমবার বিকেএসপিতে ডিএল মেথডে মোহামেডানের জয় ১৩৩ রানের ব্যবধানে। ২৯৬ রান তাড়ায় প্রাইম ব্যাংক ৩৯ ওভার ১ বোলে ৯ উইকেটে ১৫০ রান করার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। সে সময় জয়ের জন্য ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে তাদের প্রয়োজন ছিল ২৮৪ রান।
বোল হাতে ৪ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের মূল সর্বনাশ করেন সোহাগ গাজী। আর ৩ উইকেট নেন আশরাফুল।
চলতি ঢাকা প্রিমিয়ার লিগে এরই মধ্যে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে চারটি দল। বাকি দুটি স্থানের জন্য লড়াই করছে মোহামেডান, গাজী গ্রুপ, শেখ জামাল ও শাইনপুকুর।
এদিকে দশম রাউন্ড শেষে মোহামেডান, গাজী গ্রুপ ও শেখ জামালের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ম্যাচে ৯ পয়েন্ট পেয়েছে শাইনপুকুর। শেষ রাউন্ডের ফলাফলের ওপর নির্ভর করছে বাকি দুটি দলের ভাগ্য। তবে কিছুটা সুবিধাজনক অবস্থানে থেকেই শেষ রাউন্ডে খেলবে মোহামেডান। কারণ আগামী বৃহস্পতিবার ফতুল্লায় তাদের প্রতিপক্ষ তুলনামূলকভাবে দুর্বল বিকেএসপি। ১০ খেলায় তাদের ঝুলিতে মোটে ৫ পয়েন্ট। আর শেখ জামালের জন্য কাজটা ভীষণ কঠিন। কারণ আগামীকাল তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। শক্ত পাল্লায় পড়তে হচ্ছে গাজী গ্রুপকেও। বৃহস্পতিবার বিকেএসপিতে তারা মুখোমুখি হবে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের। আর আগামীকাল শাইনপুকুর খেলবে খেলাঘরের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান-প্রাইম ব্যাংক
মোহামেডান: ৫০ ওভারে ২৯৬/৯ (রকিবুল ১০২, রজত ৬৬, লিটন ৩৬, সোহাগ ৩৩; আল-আমিন ২/৫৪, মনির ২/৩৭, নাঈম ২/৫৩, রাজ্জাক ২/৬৫),
প্রাইম ব্যাংক: ৩৯.১ ওভারে ১৫০/৯ (সোহাগ ৪/২১, আশরাফুল ৩/৩৭), ফল: ডি/এল মেথডে মোহামেডান ১৩৩ রানে জয়ী।
ম্যাচসেরা: রকিবুল হাসান
গাজী গ্রুপ-শাইনপুকুর ক্রিকেট ক্লাব
শাইনপুকুর: ৪৮ ওভারে ১৭৭/৯ (সাদমান ৪০, দেলোয়ার ৪০*; সঞ্জিত ৪/৩০, নাসুম ২/৩৩),
গাজী গ্রুপ: ২১.৫ ওভারে ১০৬/৪ (শামসুর ৫৩, রনি ১৬; মুস্তাফিজ ৩/২৩), ফল: ডি/এল মেথডে গাজী গ্রুপ ২১ রানে জয়ী।
ম্যাচসেরা: সঞ্জিত সাহা
খেলাঘর সমাজকল্যাণ-ব্রাদার্স ইউনিয়ন
ব্রাদার্স: ৫০ ওভারে ২৬৭/৬ (মাহমুদ ১০৩, মিজানুর ৪৯, ইয়াসির ৪৭*; রবি ১/২৮, তানভির ১/৪০),
খেলাঘর: ২০ ওভারে ৮৪/১ (রবি ৩৯, মাহিদুল ২১*), ফল: ডি/এল মেথডে খেলাঘর ১২ রানে জয়ী।
ম্যাচসেরা: ফজলে মাহমুদ