শাইন ফ্যাশনে দুইদিন ধরে শ্রমিক অসন্তোষ
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেডে একটি কারখানায় বাৎসরিক বেতন ভাতা বৃদ্ধিসহ প্রায় ২১টি দাবিতে টানা দুই দিন ধরেই চলছে শ্রমিক বিক্ষোভের ঘটনা।
সোমবার থেকে শুরু হওয়া শ্রমিক অসন্তোষ মঙ্গলবার পর্যন্ত ছিলো একই রকম। ওই কারখানাটিতে প্রায় দুই হাজার শ্রমিক কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন গত দুই দিন যাবৎ।
নাম প্রকাশে অনিচ্ছুক বেষ কয়েকজন শ্রমিক জানান, তারা ন্যায্য দাবী নিয়ে কর্মবিরতি পালন করছে। বর্তমান বাজারের দ্রব্য মূল্যের সাথে সামঞ্জস্য রেখে আমাদের বেতনভাতা বৃদ্ধির কোন বিকল্প নেই। কারখানা কর্তৃপক্ষ ঝুট ব্যবসায়ীদের ভাড়াটিয়া লোকজন দিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাদের দাবী থেকে সড়ে আসার জন্য হুমকি প্রদান করছে। তাদের দাবীগুলোর মধ্যে-শতকরা ১০ শতাংশ বাৎসরিক বেতন বৃদ্ধি, শুক্রবার কাজ করালে ডাবল হাজিরা প্রদান, দুপুরের খাবারের টাকা ও গাড়ী ভাড়া বৃদ্ধি করতে হবে, বাঙ্গালি ম্যানেজারের নির্যাতন বন্ধে তাকে আউট করতে হবে, চায়না ম্যাডামকে আউট করতে হবে, কাজের টার্গেট কমাতে হবে, কোন প্রকার শ্রমিক ছাটাই চলবে না,হাজিরা বোনাস ন্যুনতম ১ হাজার টাকা করতে হবে, দুই ঈদে ১০দিন ছুটি দিতে হবে, মার্তৃত্বকালীন ছুটি ৬ মাসসহ ২১টি দাবী তুলে ধরেন।
রিংসাইন গ্রুপের এইচ আর ব্যবস্থাপক সামিউল ইসলাম বলেন, শ্রমিকরা অযৌক্তিক কিছু দাবী নিয়ে শান্ত পরিবেশকে বিনষ্ট করছে। আমরা তাদের কাজে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত দুইদিনে কারখানার উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতিতে কোম্পানীর ব্যাপক ক্ষতি হয়েছে।
শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান জানান, গত দুই দিন ধরে ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেডে) এর নতুন জোনের চায়না মালিকানাধীন রিংশাইন গ্রুপের শাইন ফ্যাশন লি. নামের কারখানার শ্রমিকরা বাৎসরিক বেতন বৃদ্ধিসহ ২১টি দাবী তুলে কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন অব্যাহত রেখেছে। এরপর কারখানা কর্তৃপক্ষ গত দুইদিনে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কর্তৃপক্ষ শ্রমিকদের দাবীগুলোর মধ্যে বাৎসরিক বেতন বৃদ্ধির বিষয়টি শতকরা ৫ পার্সেন্ট বৃদ্ধির ঘোষণা দেন। এতেও শ্রমিকরা কাজে না ফেরায় কর্তৃপক্ষ কারখানাটি আজও সাধারণ ছুটি ঘোষণা করেন।
উল্লেখ্য, গত রোববার (৭ এপ্রিল) নতুন জোনের হ্যালিকন লি. বুধবার (৩ এপ্রিল) ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড নতুন জোন) এর অভ্যন্তরে তালিসমান-১ কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। এ পর্যন্ত চারটি কারখানায় বাৎসরিক বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। তবে নতুন জোনের রিংসাইন গ্রুপের শাইন ফ্যাশনের শ্রমিকরা তাদের দাবী পূরণে অনড়। বাৎসরিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ বৃদ্ধিসহ তাদের অন্যান্য দাবীগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মস্থলে যোগ না দেওয়ার হুশিয়ারী উচ্চারণ করেছেন কর্মবিরতি পালনরত শ্রমিকরা।
এছাড়াও ঢাকা রপ্তানী প্রক্রিয়ারণ অঞ্চলের বাহিরে শিমুলতলা এলাকায় চায়না মালিকানাধীন ডংলিয়ন লি. নামের একটি কারখানার শ্রমিকদের নির্যাতন বন্ধসহ বেশ কয়েখটি দাবীতে কর্মবিরতি অব্যাহত রেখেছে। মঙ্গলবারও শ্রমকিরা কাজ বন্ধ রেখে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করেছে।
কেআই/