ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

সাংসদ বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলার রায় ২ নভেম্বর

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ১৯ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:৩১ পিএম, ১৯ অক্টোবর ২০১৬ বুধবার

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সরকার দলীয় সাংসদ আব্দুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলার রায় দেয়া হবে ২ নভেম্বর। মামলার যুক্তিতর্ক শেষ হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত এই তারিখ ধার্য করেন। ২০১৪ সালের ২১ আগস্ট প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-৪ আসনের সাংসদ বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন- দুদক রমনা থানায় মামলা দায়ের করে। ওই বছরের ১২ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বদি। বিচারক তার জামিন নাকচ করে কারাগারে পাঠান। ২৭ অক্টোবর সাংসদ বদিকে জামিন দেন বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরির হাইকোর্ট বেঞ্চ। সেই থেকেই জামিনে আছেন সাংসদ বদি। গত বছরের ৭ মে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।