ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪,   কার্তিক ৩০ ১৪৩১

বাংলালিংক-এর কর্পোরেট গ্রাহক হলো প্যান প্যাসিফিক সোনারগাঁও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

বাংলাদেশের অন্যতম  ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক স্বনামধন্য পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তি অনুসারে, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা-এর কর্মকর্তারা বাংলালিংক-এর কর্পোরেট কানেকশনস (ভয়েস ও ডেটা সার্ভিস) ব্যবহার করবেন।

বাংলালিংক-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং ও প্যাসিফিক সোনারগাঁও-এর জেনারেল ম্যানেজার পল ফ্লেট প্রতিষ্ঠান দুইটির পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর হেড অফ মিডিয়াম কর্পোরেট পারভেজ আহমেদ, বাংলালিংক-এর কর্পোরেট টিম লিডার মো. রেজওয়ান উর রহমান, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা-এর ইএএম এ্যান্ড ডিরেক্টর অফ সেলস এ্যান্ড মার্কেটিং এম. এ. আওয়াল ও প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা-এর ইএএম এ্যান্ড ডিরেক্টর অফ ফিন্যান্স আসিফ আহমেদ।

চুক্তি স্বাক্ষরের পর বাংলালিংক-এর ডিজিটাল সার্ভিস ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের উপর একটি আলোচনা অনুষ্ঠিত হয়।

কেআই/