ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ঢাবিতে ৫টার মধ্যে শেষ করতে হবে নববর্ষের অনুষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬ এএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

বাংলা নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। ১০ এপ্রিল, বুধবার নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নববর্ষ ১৪২৬ উদযাপন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

কর্মসূচি অনুযায়ী, ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) সকাল ৯টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা যাবে না। কিন্তু চারুকলা অনুষদের তৈরি করা মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। তবে নিষেধাজ্ঞা থাকছে ব্যাগ বহনে।

দর্শনার্থীদের সুবিধার জন্য এবার হাজী মুহম্মদ মুহসীন হল মাঠসংলগ্ন এলাকা, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-সংলগ্ন এলাকা, দোয়েল চত্বরের আশপাশের এলাকা ও কার্জন হল এলাকায় মোবাইল পাবলিক টয়লেট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়াও ক্যাম্পাসে আগতদের জন্য পানীয়জলের ব্যবস্থা এবং জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য টিএসসিতে চিকিৎসক থাকবেন।

সভায় কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব অধ্যাপক নিসার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরকে//