ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

এসিআই পিওর আটা-মাতৃভাষায় মা পুরস্কার বিতরণী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত এসিআই সেন্টারের কনফারেন্স হলে বৃহস্পতিবার এসিআই পিওর আটা আয়োজন করে “মাতৃভাষায় মা” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি ছিল মা’কে নিয়ে সৃজনশীল লেখা প্রতিযোগিতা।

প্রতি বছর ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে এসিআই আয়োজন করে থাকে স্কুল ভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রহণ মূলক সৃজনশীল লেখা প্রতিযোিগতা। ২০১৯ এ দেশের ৭টি বিভাগের ২০০টিরও অধিক স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় ৫০ হাজার শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতাটিতে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন জনপ্রিয় কথা সাহিত্যিক আনিসুল হক। সেরা ক্ষুদে শিক্ষার্থীদের সৃজনশীল মনন বিকাশে ও অনুপ্রাণিত করতে এসিআই আয়োজন করে এ বিশেষ আয়োজন। সারাদেশ থেকে আগত প্রায় শতাধিক সেরা বিজয়ী শিক্ষার্থী ও তাদের পিতা-মাতাগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সবার উপস্থিতিতে কথা সাহিত্যিক আনিসুল হক সেরাদের সেরা পাঁচজন বিজয়ীর নাম ঘোষণা করেন।

উপস্থিত সকল প্রতিযোগীকে প্রদান করা হয় এসিআই পিওর আটার সৌজন্যে ক্রেষ্ট ও সার্টিফিকেট। “মাতৃভাষায় মা” কে নিয়ে লেখা নির্বাচিত সেরা লেখাগুলো নিয়ে প্রকাশ করা হয় সংকলিত বই ২০১৯।
জাতীয় পর্যায়ে আয়োজিত দেশের সেরা স্কুল সমূহের শিক্ষকমন্ডলী ও এসিআই এর ট্রেনিং বিভাগের সার্বিক তত্বাবধানে প্রাথমিক যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কন্জ্যুমার ব্র্যান্ডস্ এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর, বিজনেস ডিরেক্টর অনুপ কুমার সাহা, বিজনেস ম্যানেজার মইনুর রহমান প্রমুখ।

এসএইচ/