পাহাড়ীদের বর্ষবরণ উৎসবের প্রথম দিন আজ (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩৯ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার
পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে পাহাড়ীদের বর্ষবরণের উৎসব বৈসাবি। উৎসবটি ত্রিপুরাদের কাছে বৈসুু, মারমাদের কাছে সাংগ্রাই এবং চাকমা ও তঞ্চঙ্গ্যাদের কাছে বিজু নামে পরিচিত। বর্ষবরণের উৎসবের প্রথম দিন আজ।
চৈত্রের শেষ বেলায় রঙিন ফুল নদীতে ভসিয়ে পুরোনোকে বিদায় দেয় পাহাড়ি তরুনীরা। সূচনা হয় বৈসাবি উৎসবের।
পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে বৈসুু-সাংগ্রাই-বিজুর উৎসব এখন পাহাড়ে পাহাড়ে। নতুন পোশাক পরে, ঘরে ঘরে পাঁচন রান্না আর ঘরবাড়ি সাজ-সজ্জার আয়োজন চলছে।
উৎসবের প্রথম দিনে নদীতে ফুল ভাসানো ছাড়াও বয়স্ক পূজা, বর্নাঢ্য শোভাযাত্রা আর ঐতিহ্যবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত গোটা পার্বত্য চট্টগ্রাম।
৪দিনের এই উৎসবে আরো থাকছে সমবেত প্রার্থনা, জলকেলি, পিঠা তৈরি, ঘিলা খেলা, বৌদ্ধ মূর্তি স্নান আর হাজারো প্রদীপ প্রজ্জলন।
বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ নৃগোষ্ঠীগুলো এই বছরান্তের উৎসবকে নানা নামে ডাকলেও, সবার নিবেদন একই! এটাই নৃগোষ্ঠীগুলোর মৈত্রী বন্ধনের এক অনন্য প্রতীক।
বিস্তারিত দেখুন ভিডিওতে :
এসএ/