ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪,   আষাঢ় ১৭ ১৪৩১

তথ্য চাহিদা পূরনে বিবিসি আরও বেশি পদক্ষেপ নেবে আশা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

প্রকাশিত : ০৮:১৯ পিএম, ১৯ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৮:১৯ পিএম, ১৯ অক্টোবর ২০১৬ বুধবার

সাধারণ মানুষের তথ্য চাহিদা পূরনে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি আরও বেশি বেশি পদক্ষেপ নেবে, এমন আশা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে বিবিসি বাংলার ৭৫ বছরে পদার্পন উপলক্ষ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যৌথ আয়োজনের অনুষ্ঠানে উপাচার্য বক্তব্য রাখেন। এ’সময় সত্য সংবাদকে মানুষের সামনে তুলে ধরার মাধ্যমে বিবিসি বাংলার প্রতি মানুষের তৈরি হওয়া আস্থা অটুট থাকার দাবী জানিয়েছেন বক্তারা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ছাত্রীদের সাথে মতবিনিময় ও সংবাদ সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্টরা।