কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত ৩ আসামী আটক
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার
সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৩ আসামীকে আটক করেছে। শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার সকালে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, ভোর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে জি আর-২২৪/১৬ মামলায় ওয়ারেন্ট ভুক্ত উপজেলার রঘুনাথপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২৫), চন্দনপুর গ্রামের মৃত. কিনু মন্ডলের ছেলে জিআর-৩২৩/১৮ মামলায় ওয়ারেন্ট ভুক্ত সুকচাঁদ মন্ডল (৩৫) ও সোনাবাড়ীয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জিআর-৩০৪/১৮ মামলায় ওয়ারেন্টভুক্ত আব্দুল মজিদের (৫৮) বাড়ী থেকে আটক করা হয়। আটককৃতদের বেলা ১১টার দিকে জেলহাজতে প্রেরণ করা হয়।
কেআই/