শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় যুদ্ধজাহাজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৪০ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইএনএস কোরা’।
শনিবার (১৩ এপ্রিল) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। তখন বাংলাদেশ নৌবাহিনীর ঐতিহ্যবাহী প্রথা অনুযায়ী সু-স্বজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানায়।
বাংলাদেশে সফরকালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার এবং বিএন ফ্লিট কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জাহাজটির অধিনায়ক। পাশাপাশি জাহাজের কর্মকর্তা ও নাবিকরা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করবেন।
ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের এ শুভেচ্ছা সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
তিন দিনের শুভেচ্ছা সফর শেষে মঙ্গলবার (১৫ এপ্রিল) জাহাজটি বাংলাদেশ ছাড়বে।
আরকে//