বশেমুরবিপ্রবিতে বর্ষ বরণের প্রস্তুতি
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার
`পহেলা বৈশাখ` বাঙালির প্রাণের উৎসব। সারাদেশে নানা আয়োজনে ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। সারাদেশের ন্যায় আসন্ন বাংলা নতুন বছরকে বরণ করে নিতে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বত্রই চলছে উৎসবমুখর পরিবেশে ব্যাপক আয়োজন। শেষ মুর্হূতের প্রস্তুতির কাজ নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছে সকল বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।
রাত পেরিয়ে নতুন সূর্যদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হবে বাংলা নববর্ষ ১৪২৬ আর এ নতুন বছরকে বরণ করে নিতে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন সফল করতে চলছে প্রস্তুতি।
এবারে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে আয়োজনের মধ্যে রয়েছে, সকাল ৮টায় বর্ষ বরণ ও মঙ্গল শোভাযাত্রা সাড়ে ৮টায় পান্তা-ইলিশ পরিবেশন, দুপুর ৩টায় প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা।
এছাড়াও দিনব্যাপী রয়েছে বিশ্ববিদ্যালয়র সকল বিভাগের স্টলে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
সরেজমিনে দেখা যায়, হাসি-গান আর আড্ডায় বৈশাখ উদযাপনে প্রয়োজনীয় উপকরণ তৈরিতে ব্যস্ত শিক্ষার্থীরা। কেউ বানাচ্ছেন বিভিন্ন প্রাণীর মুখোশ, কার্টুন, বাশ, বেত ও মাটির তৈরি উপকরণের উপর আলতো করে দিচ্ছে রং তুলির ছোঁয়া।
এছাড়াও মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি করা হচ্ছে গ্রামীণ ঐতিহ্যর পালকি, নৌকা, বিভিন্ন প্রাণীর মুখোশ। অপর দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করছে পহেলা বৈশাখ উপলক্ষে মেলার স্টল তৈরি করতে।
এ বিষয়ে মঙ্গল শোভাযাত্রা কমিটির আহ্বায়ক এবং বাংলা বিভাগের প্রভাষক আকলিমা খাতুন লিনা জানান ‘এ বছর মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য বিষয় থাকবে সূর্য, সূর্যের আলোয় যেমন সকল অন্ধকার দূর হয় তেমনি নতুন বছরও আমাদের জাতীয় জীবনের সকল অন্ধকার দূর করে নতুন সম্ভাবনার সূচনা করবে বলে আমাদের বিশ্বাস।
এছাড়াও মঙ্গল শোভাযাত্রায় থাকবে নৌকা,পালকিসহ বাঘ,হাতি, সাপসহ বিভিন্ন ধরনের প্রাণীর মুখোশ যা বাঙালী সংস্কৃতি ও জীবনের সাথে ওতপ্রতভাবে জড়িয়ে আছে। এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমরা সমগ্র বাঙালী সংস্কৃতিকেই তুলে ধরার চেষ্টা করছি।’
কেআই/