ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দায়িত্ব নিবে আওয়ামী লীগের নেতারা

প্রকাশিত : ১১:৪৭ এএম, ২০ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:৪৭ এএম, ২০ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার

আগামী সংসদ নির্বাচনে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেয়া এবং দলকে শক্তিশালী করার দায়িত্ব নিতে হবে আওয়ামী লীগের সম্মেলনে গঠিত নতুন কমিটিকে। একুশে টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বললেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দায়িত্ব নিতে হবে আওয়ামী লীগের নেতাদেরই। ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম সম্মেলন উপলক্ষে এমন আলোকসজ্জা শুধু চট্টগ্রামেই নয়, সারাদেশেই দলের নেতাকর্মীদের মধ্যেই উৎসবের আমেজ। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের গন্তব্য সোহরাওয়ার্দী উদ্যান, শনিবার থেকে মহোৎসব। সম্মেলন সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। একুশে টেলিভিশনকে তিনি বললেন, সামনের নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলাই হবে নতুন কমিটির বড় কাজ। সম্মেলন উপলক্ষে দলের সাধারণ সম্পাদকের রিপোর্টে থাকছে, আন্দোলনের নামে হঠাৎ সহিংসতায় প্রথমদিকে অপ্রস্তুত অবস্থা, পরে নিয়ন্ত্রণ এবং তা থেকে দলের অভিজ্ঞতার বিষয়টি। উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের গঠনতন্ত্রে কিছু পরিবর্তনের কথাও বলেন সৈয়দ আশরাফ। তারুণ্যের দিনগুলোতে নিজের এবং বাবা সৈয়দ নজরুল ইসলামের আওয়ামী লীগের সম্মেলনে যোগদানের মধুর স্মৃতির কথাও জানান সৈয়দ আশরাফুল ইসলাম।