ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

বশেমুরবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০৫:১২ পিএম, ১৪ এপ্রিল ২০১৯ রবিবার

বাঙালি হাজার বছরের ঐতিহ্য ও প্রাণের উৎসব বাংলা নববর্ষ -১৪২৬ উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, পিঠা উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে ৯টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খন্দকার নাসিরউদ্দিন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্ত্বর সাংস্কৃতিক অনুুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য পান্তা ভাত, ডাল, মাছ ও ভর্তার ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপর বিকাল সাড়ে ৪টায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন গ্রাম্য খেলার আয়োজন করা হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়র সকল বিভাগের উদ্যাগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে অভিনব স্টল তৈরি করা হয় এবং পিঠা প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

কেআই/