বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের ক্রমবর্ধমান প্রবৃদ্ধি দেশপ্রেমের অংশ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ২০ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪৭ পিএম, ২০ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার
দেশের সম্পদ অন্যের হাতে তুলে দিতে রাজি না হওয়ায় ২০০১ সালের নির্বাচনে হারতে হয়েছিলো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ’কথা বলেন। বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের ক্রমবর্ধমান প্রবৃদ্ধি দেশপ্রেমের অংশ বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবে হচ্ছে একত্রিশ তলা বিশিষ্ট বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স। ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে পৌঁছালে রবীন্দ্র সংগীতের মুর্ছনায় স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে।
পরে প্রধানমন্ত্রী ভাষণে বলেন, দেশপ্রেমই তার সরকারের উন্নয়নের মূলমন্ত্র।
আওয়ামী লীগ দেশের স্বার্থ বিকিয়ে দেয়ার রাজনীতি না করায় দেশবাসী সুফল পাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলেন শেখ হাসিনা।
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সাংবাদিক সমাজের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।