বেনাপোল শার্শায় ৫ হাজার মানুষকে পান্তা-ইলিশ খাইয়ে বর্ষবরণ
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত : ০৫:১৫ পিএম, ১৪ এপ্রিল ২০১৯ রবিবার
বাংলার প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে সীমান্ত শহর বেনাপোল ও শার্শায় নতুন বছরকে বরণ করে নিতে বিভিন্ন উৎসবের পাশাপাশি প্রায় পাঁচ হাজার বিভিন্ন শ্রেণির মানুষকে পান্তা-ইলিশ দিয়ে আপ্যায়িত করেন যশোরের শার্শা উপজেলা প্রশাসন ও বেনাপোল পৌর আওয়ামী লীগ। নববর্ষে মঙ্গল বার্তা নিয়ে বের হয়েছে মঙ্গল শোভাযাত্রা। আবহমান বাংলার ঐতিহ্যগাথা সার্বজনীন উৎসবের দিন রোববার পহেলা বৈশাখকে স্বাগত জানাতে ব্যাপক আয়োজন করে শার্শা উপজেলা পরিষদ ও বেনাপোল পৌর আওয়ামী লীগ। জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সকাল ৯টায় উপজেলা সদরে ও বেনাপোল বন্দরে মঙ্গল শোভাযাত্রার বর্ণ্যাঢ্য র্যালি বের হয়। এতে আবহমান বাংলার চিরায়িত রুপ ও দেশজ সংস্কৃতি উপস্থাপন করা হয়।
সামনে পেছনে ঢাকের বাদ্যের তালে তালে নৃত্য আর হাতে হাতে বড় আকারের বাহারী মুখোশ। গরুর গাড়ি, টেপা পুতুল আর বাঁশের কাঠামোতে মাছ পাখি ফুটে উঠেছে বাংলার ইতিহাস ঐতিহ্য। সেই প্রতীক ধারন করেছে সাম্প্রতিক ঘটনা প্রবাহের চিহৃ, অমঙ্গলের আধার ঘোচানোর প্রত্যয়। বৈশাখের লাল-সাদার ভিড়ে সব বয়সের সব শ্রেণি পেশার হাজারো মানুষ। রাজনৈতিক কোলাহলমুক্ত মঙ্গল শোভাযাত্রায় নববর্ষের ব্যানার ফেস্টুনসহ রং বেরং এর পোশাকে গ্রামবাংলার অতিত ঐতিহ্য ফুটিয়ে তোলে ছেলে মেয়েরা। শিক্ষা প্রতিষ্ঠানের মঙ্গল শোভাযাত্রায় এনে দেয় বাঙালি সংস্কৃতির আদি উৎসব, যা এই ডিজিটাল যুগেও শেকড়ের সন্ধানে ছোট বড় সবার মাঝে অনুপ্রেরণা জোগায়। স্কুল কলেজসহ বিভিন্ন সংগঠন রংঙে ঢংঙে গা গ্রামের আদলে সেজে ব্যানার ফেস্টুন সহকারে মঙ্গল শোভা যাত্রা বর্ণ্যাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।
শার্শা-বেনাপোলে মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম মজ্ঞু, নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী জেরিন কান্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক এস এম আসিফ-উদ-দৌলা সরদার অলক, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহ, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিমসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারিসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ। শার্শা ও বেনাপোলের বৈশাখী অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার মানুষকে পান্তা ইলিশ দয়ে আপ্যায়িত করা হয়। বর্ষবরণকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এসএইচ/