ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

‘মধ্যপ্রাচ্যের ভবিষ্যত এ অঞ্চলের জনগণই নির্ধারণ করবে’  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯ এএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার

মধ্যপ্রাচ্যের ভবিষ্যত নির্ধারণের একমাত্র অধিকার এ অঞ্চলের জনগণের রয়েছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রোববার সিরিয়া সফররত ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফালেহ আল-ফায়াদ দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।    

বাশার আল-আসাদ বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরাক ও সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে হলে দামেস্ক ও বাগদাদকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে।

সাক্ষাতে ফালিহ আল-ফায়াদ বলেন, সিরিয়ার সামরিক শক্তির পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার বিজয় প্রকারান্তরে ইরাকেরই বিজয়। অন্যদিকে, ইরাকেরও যেকোনো সামরিক অর্জন সিরিয়ার স্থিতিশীলতার জন্য সহায়ক।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/