ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

মাদুরোকে আটকাতে সকল চেষ্টাই করবে আমেরিকা: পম্পেও   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮ এএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার | আপডেট: ১০:৩১ এএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার

ভেনিজুয়েলার সংকটের জন্য দেশটির প্রেসিডেন্ট  নিকোলাস মাদুরোই একমাত্রা দায়ী । আর এটা প্রমাণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সমস্ত অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়গুলো ব্যবহার করবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। রোববার কলম্বিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ভেনিজুয়েলায় চলমান সংকট সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে।  আমরা চাই দেশটিতে শান্তি ফিরে আসুক।’

এ সময় তিনি মাদুরোকে তার পদ থেকে সড়ে দাঁড়াতে এবং দেশে শান্তি ফেরাতে আহ্বান জানান।

পম্পেও বলেন, রাশিয়ার মতো যে দেশগুলো মাদুরোকে সমর্থন দিয়ে যাচ্ছে তাদেরকে এর মূল্য দিতে হবে।

এর আগে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেন। কিন্তু দেশটির সামরিক বাহিনী মাদুরোর প্রতি সমর্থন বজায় রেখেছেন।

সম্প্রতি পম্পেও দক্ষিণ আমেরিকার বিভিন্ন জায়গায় সফর  করছেন। এই সফরের উদ্দ্যেশ্য হচ্ছে ভেনেজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার প্রশাসনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের পক্ষে সমর্থন জোগাড় করা।

তথ্যসূত্র: রয়টার্স

এমএইচ/