ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

শিশুদের সুপ্তমেধা বিকাশে সংস্কৃতি চর্চার বিকল্প নেইঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:২৭ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার

শিশুদের সুপ্তমেধা বিকাশে সংস্কৃতি চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটি প্রাঙ্গনে ডিআরইউ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী শেষে আয়োজিত আলোচনায় এ মন্তব্য করেন। এর আগে শিশুদের চিত্রাঙ্কন , গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা রিপোর্টাস ইউনিটি সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের প্রখ্যাত শিল্পীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সামাজিক নানা অসঙ্গতি দুর করতে শিশুদের বেশী বেশী সংস্কৃতি চর্চার তাগিদ দিয়েছেন।