শবে বরাত ২১ এপ্রিলই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:০৭ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৯:১০ এএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার
পবিত্র শবে বরাত নিয়ে আগের সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। এর ফলে আগামী রোববার ১৪ শাবান অর্থাৎ ২১ এপ্রিল পবিত্র শবে বরাত পালিত হবে। মঙ্গলবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
এর আগে গত ৬ এপ্রিল রাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, শনিবার (৬ এপ্রিল) বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৮ এপ্রিল সোমবার থেকে গণনা শুরু হবে শাবান মাস। এ হিসাবে ১৪ শাবান দিবাগত রাত, অর্থাৎ ২১ এপ্রিল পালিত হবে লাইলাতুল বরাত বা ভাগ্যরজনী।
তবে ‘মজলিসু রুইয়াতুল হিলাল’ নামের একটি সংগঠনের নেতারা ১১ এপ্রিল এক সংবাদ সম্মেলনে জানান, গত ৬ এপ্রিল শাবানের চাঁদ দেখা গেছে এবং সে বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও সে অনুযায়ী সিদ্ধান্ত হয়নি।
শবে বরাতের তারিখ নিয়ে এ বিভ্রান্তি দূর করতে গত ১৩ এপ্রিল জরুরি সভায় বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় ৬ সদেস্যের নতুন কমিটি গঠন করা হয়। কমিটি আগামী ১৭ এপ্রিল তাদের সিদ্ধান্ত দেবে বলে জানায়।
এসএইচ/