রাহি-রাব্বির অন্যরকম আনন্দ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার
আসন্ন বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গতকাল মঙ্গলবার দুপুরে টাইগারদের ১৫ সদস্যের দল ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ ছাড়া দেওয়া হয় আয়ারল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের দলও। এর মধ্য দিয়ে জানা গেল স্বপ্নের বিশ্বকাপ খেলতে কে কে ধরবেন লন্ডনের বিমান।
বিশ্বকাপের বাংলাদেশ দলে চমক এখনও কোনও ওয়ানডে না খেলা পেসার আবু জায়েদ রাহির। আর ইয়াসির রাব্বিকে আপাতত নেওয়া হয়েছে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলে। এই সিরিজে পারফরম্যান্সের মাপকাঠিতে বিশ্বকাপ দলে খানিকটা অদলবদল হতে পারে বলে ইঙ্গিত বোর্ড সভাপতির। আর সে ক্ষেত্রে রাব্বিকে হাতছানি দিচ্ছে বিশ্বকাপও।
বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া সবচেয়ে আলোচিত নাম রাহি, কেন দলে সুযোগ পেলেন তা নিয়ে আগ্রহ থাকতেই পারে অনেকের। কিন্তু ইয়াসির আলী কে এবং তিনি কিভাবে উঠে এলেন সেটা নিয়ে পাঠকদের আগ্রহ দেখা দিয়েছে। কারণ ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হলেও ২৩ মে’র আগে স্কোয়াড পরিবর্তনের সুযোগ রয়েছে।
আসলে আবু জায়েদ রাহি আর ইয়াসির আলী রাব্বি- দুজনই বাংলাদেশ প্রিমিয়ার লিগের সব শেষ আসরে ছিলেন একই দলে। চিটাগং ভাইকিংসে। এর পর ঢাকা লিগে দুজনের পথ দুই দিকে গেছে বেঁকে। রাব্বির দল ব্রাদার্স ইউনিয়ন খেলছে রেলিগেশন লিগে, রাহির প্রাইম দোলেশ্বর আছে সুপার লিগে। তবে বেলফাস্টের ফ্লাইটে দুজনই হয়তো বসবেন পাশাপাশি!
এরই মধ্যে পাঁচটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আবু জায়েদ রাহি। তবে টেস্ট এবং টি-টোয়েন্টি খেললেও কখনও ওয়ানডে খেলেননি তিনি। সেই আক্ষেপটা যে বিশ্বকাপেই পূরণ হয়ে যাবে, সেটা ভাবেননি সিলেটের এই পেসার। প্রিমিয়ার লিগের ম্যাচে মাশরাফি বিন মর্তুজার উইকেটটা নেওয়ার পর ওয়ানডে অধিনায়কের প্রশংসা পেয়েই রাহি খানিকটা আঁচ করতে পেরেছিলেন বিশ্বকাপভাগ্যের ব্যাপারে। গতকাল দুপুরে জানতে পারেন বিশ্বকাপ দলে থাকার সুখবরটা।
শৈশবে পেস বোলার ছিলেন রাহি, মাঝে হয়ে গিয়েছিলেন অফস্পিনার। এরপর আবার পেস বোলিংয়ে ফিরেছেন কোচ মিজানুর রহমান বাবুলের অনুপ্রেরণায়। জেমস অ্যান্ডারসনকে ‘আইডল’ মেনে এ ইংলিশ পেসারের অ্যাকশনেই বোলিং করেন রাহি, গতির জোরের চেয়ে সুইংয়ের ছোবলই তার মূল অস্ত্র।
রাহি মনে করেন, ইংল্যান্ডে কাজে লাগবে তার বোলিং, ‘বল সুইং করানোর জন্যই আমাকে নেওয়া হয়েছে। ইংল্যান্ডে আমার লক্ষ্যই থাকবে সুইং করানো আর লাইন লেন্থ ঠিক রাখা। সেখানকার কন্ডিশন আমার বোলিংয়ের জন্য আদর্শ।’
আসলে রাহি এগিয়ে ছিলেন বছরের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি এবং চলমান ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করে। বিশ্বকাপের দলে সুযোগ পেতে যা সবচেয়ে বড় ভূমিকা রাখে। গত বিপিএলে রাহি চিটাগং ভাইকিংসের হয়ে খেলে ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়ে বেশ নজর কেড়েছিলেন। আর চলমান ঢাকা লিগে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১২ উইকেট নিয়েছেন, যা নির্বাচকদের আস্থা বাড়িয়ে দেয় তার প্রতি।
এ ছাড়া গত নিউজিল্যান্ড সফরের শেষ টেস্টে বল হাতে দুর্দান্ত ছিলেন সিলেট থেকে উঠে আসার এই পেসার। ওয়েলিংটনে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৮ ওভার ৫ বল করে ৯৪ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
মোট পাঁচ টেস্ট খেলে এখন পর্যন্ত রাহি নিয়েছেন ১১ উইকেট। তার সেরা পারফরম্যান্স গত জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৮ রানে তিন উইকেট। আর তিনটি টি-টোয়েন্টি খেলে পান চার উইকেট। এবার আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপে কেমন করেন, সেটাই এখন দেখার।
আর চট্টগ্রামের ছেলে রাব্বির নামটা বন্দরনগরীর আরেক কৃতী ক্রিকেটার ও বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন যখন ভরা সংবাদ সম্মেলনে পড়ে শোনাচ্ছেন, রাব্বি তখন বিকেএসপির ৪ নম্বর মাঠে উত্তরা স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করছেন। মাঝবিরতিতে দলের ম্যানেজারের কাছে জানতে পারলেন, আয়ারল্যান্ড সফরের জন্য দলে ডাক পেয়েছেন। জানতে পেরে খুবই উত্ফুল্ল এবং আবেগাপ্লুত রাব্বি। জানালেন, বিশ্বকাপ প্রস্তুতির সিরিজে দলে ডাক পেলেও আপাতত বিশ্বকাপ ভাবনাটা সরাতে চান মাথা থেকে।
রাব্বি বলেন, বিশ্বকাপ নিয়ে ভাবতে চাই না। আয়ারল্যান্ড সিরিজে একাদশে জায়গা পেলে নিজের সেরাটা দিতে চাই আর দলের জয়ে ভূমিকা রাখতে চাই।
আসলে ইয়াসির আলী রাব্বি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরের আলোচিত এক নাম। টুর্নামেন্টে চিটাগং ভাইকিংসের হয়ে মাঠ মাতিয়েছেন এই তরুণ। যার জায়গায় দলে এসেছিলেন তিনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা একটি নাম। জাতীয় দলের সাবেক অধিনায়ক। অভিষেক টেস্টের সর্ব কনিষ্ঠ সেঞ্চুরিয়ানও বটে। যদিও ক্যারিয়ারের মাঝপথে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে হয়েছেন বিতর্কিত। কিন্তু তার সামর্থ্যের প্রশংসা না করে পারবেন না নিন্দুকরাও। সেই আশরাফুলের জায়গায় খেলতে নামা মানে রাজ্যের চাপ।
এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১২ ম্যাচের ১০ ইনিংসে রাব্বির সংগ্রহ ৪২৫ রান, শতরানের ইনিংস একটি, গড় ৮৫ আর স্ট্রাইক রেট ১০০-এর বেশি। ছয়ের সংখ্যা ১৬। খুব সম্ভবত লোয়ার মিডল অর্ডারে দ্রুত রান তোলার ভূমিকাতেই রাব্বিকে পরখ করতে চাইছেন নির্বাচকরা।
একে//