হবিগঞ্জের উচাইল মসজিদ সংস্কারের দাবি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার
ঐতিহ্যের ধারক হয়ে আছে হবিগঞ্জের উচাইল শাহি মসজিদ। তবে অপরূপ সৌন্দর্য্যরে পুরাকির্তীতে সাজানো এই মসজিদটি দেখতে পর্যটকরা ছুটে এলেও বছরের পর বছর এর হয়না কোন সংস্কার। মসজিদটি রক্ষণাবেক্ষণ করলে একে ঘিরে গড়ে উঠতে পারে সম্ভাবনাময় এক পর্যটন কেন্দ্র।
দূর থেকেই দৃষ্টি কাড়ে ঐতিহ্যবাহী লাল টকটকে উচাইল শাহী মসজিদ।
মসজিদটি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের টিলার উপর প্রতিষ্ঠিত।
প্রাচীন আমলের নানান কারুকাজে সাজানো এর ভেতর ও বাইরের অংশ। মাঝে মাঝেই রয়েছে আরবি হরফের লেখা। তবে সংস্কারের অভাবে অনেক লেখাই এখন অস্পষ্ট। আগাছা জন্মেছে মসজিদের বাইরের দেয়ালে।
মসজিদের দক্ষিণে রয়েছে হযরত শাহ জালাল (রহঃ) এর সফর সঙ্গী হযরত শাহ মজলিস আমিন (রহঃ) এর মাজার। এখানে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ।
প্রকৃতপক্ষে কবে মসজিদটি প্রতিষ্ঠা করা হয়েছিল তার সঠিক তথ্য কেউ জানে না। তবে মসজিদের খাদিমের দাবি, প্রায় ৬/৭শ’ বছর আগে এটি প্রতিষ্ঠা করেছিলেন আলাউদ্দিন হোসেন শাহ।
মসজিদের ইমাম জানান, প্রতœতত্ত্ব বিভাগের অধীনে নেয়ার পর কিছু সংস্কার হলেও আর হয়নি।
একটু উদ্যোগ নিলেই অর্ধসহ¯্রাধিক বছরের পুরোনো এ মসজিদটি ঘিরে গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ,্র এমনটাই মনে করেন হবিগঞ্জবাসী।