ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

মাছ ধরার উপর নিষেধাজ্ঞায় মুন্সীগঞ্জের জেলেরা কর্মহীন, মেলেনি সরকারিভাবে ২০ কেজি করে চাল

প্রকাশিত : ০৫:১২ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:১২ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার

ইলিশের ডিম ছাড়ার মৌসুমে মাছ ধরার উপর সরকার নিষেধাজ্ঞা জারি করায় কর্মহীন হয়ে পড়েছেন মুন্সীগঞ্জের জেলেরা। তারা অভিযোগ, এ সময়ে সরকারিভাবে ২০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও তা মেলেনি। আর মৎস্য বিভাগ জানিয়েছে বরাদ্দ নাআসায় কিছু করা যাচ্ছে না। সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী নদ-নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে। ইলিশের ডিম ছাড়া নির্বিঘœ করতেই এ অবরোধ। এ অবস্থায় প্রায় উপার্জনহীন হয়ে পড়েছে জেলে পাড়াগুলো। তবে এ সময়টাতে সরকারিভাবে চাল বিতরণের কথা থাকলেও তা দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন মুন্সীগঞ্জের জেলেরা। মুন্সীগঞ্জে ৯ হাজার ৮১৩ জন জেলের মধ্যে এরমধ্যে ভিজিএফ কার্ডধারী ২ হাজার ৩৩৫ জন। জেলেরা বলছেন, নির্দেশনা মেনে চলতি মৌসুমে পদ্মা-মেঘনায় মাছ ধরা থেকে তারা বিরত আছেন। এমন পরিস্থিতিতে দিনযাপনের রসদ যোগাতে সরকারি সহায়তা চেয়ে মানববন্ধন করেছেন তারা। জেলার মৎস্য বিভাগও বলছে, নিষেধাজ্ঞার ২২ দিনে প্রতিটি জেলেকে ২০ কেজি করে চাল দেবার কথা ছিলো। কিন্তু বরাদ্দ না আসায় তারা দিতে পারছেন না। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী ভুক্তভোগি জেলেদের।