ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪,   আষাঢ় ১৭ ১৪৩১

শেষবারের মতো একসাথে চ্যারিটি নৈশভোজে অংশ নিয়েছেন হিলারি আর ট্রাম্প

প্রকাশিত : ০৫:১০ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:১০ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার

নির্বাচনের আগে শেষবারের মতো একসাথে চ্যারিটি নৈশভোজে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী- হিলারি ক্লিনটন আর ডোনাল্ড ট্রাম্প। শুরুটা হাসি আর কৌতুকে জমে উঠলেও শেষ দিকে আক্রমনাত্মক রূপই ফুটে ওঠে। এরআগে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান ট্রাম্প। হিলারি ক্লিনটন আর ডোনাল্ড ট্রাম্প- একই মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এমন হাসিখুশি চেহারা সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। বৃহস্পতিবার রাতে নিউইয়র্কে চ্যারিটি নৈশভোজে সাবলীল ছিলেন দু’জনই। তবে, সৌজন্যতার অংশ হিসেবে কেউ কারো সাথে হাত না মেলালেও, একে অপরের সঙ্গে কৌতুক করেছেন, হেসেছেন। যদিও এক পর্যায়ে কৌতুকের সঙ্গে যোগ হয় তিক্ততাও। ওই একই দিনের সকালের চিত্র ছিল ভিন্ন। ওহিও অঙ্গরাজ্যের ডেলাওয়ারে সমাবেশে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প। বলেন, কেবলমাত্র জয়ী হলেই, ভোটের ফল মেনে নেবেন তিনি। ট্রাম্পের এ’ ধরনের মন্তব্যকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা।