খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা
প্রকাশিত : ০৩:১৬ পিএম, ৪ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:১৯ পিএম, ৪ মার্চ ২০১৬ শুক্রবার
বিএনপির কাউন্সিলে প্রার্থীতার জন্য চেয়াপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। আগামীকাল শনিবার যাচাই-বাছাই শেষে রোববার পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলছেন, জাতীয় কাউন্সিলে বাধা এলে, কড়া জবাব দেয়া হবে।
১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিলে প্রার্থীতার জন্য দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে রিটার্নিং অফিসার ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের কাছে মনোনয়নপত্র জমা দেন দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। এর কিছুক্ষণ পরই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।
এদিকে, কর্মীদের সাথে নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলের স্থান ঘুরে দেখেন বিএনপি নেতারা। এ সময়, নিরাপত্তাসহ নানা বিষয়ে উদ্বেগ জানান তারা।
জাতীয় প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, কাউন্সিলে ত্যাগী ও নির্যাতিত নেতারাই সুযোগ পাবেন।
এছাড়া, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন হাওয়া নিয়েও শঙ্কা জানান তিনি।
