ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

গোলাপি চাঁদ অর্থাৎ ‘পিঙ্ক মুন’ দেখবে বিশ্ববাসী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০ এএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার

চাঁদের রহস্য যেনো দিন দিন বেড়েই চলছে। এরআগে ব্লাড মুন, সুপার ব্লাড মুন দেখেছে মানুষ। এমনকি সুপার ব্লাড উলফ মুনের কথাও শোনা গেছে। এবার সম্পূর্ণ নতুন রূপ নিয়ে আসছে চাঁদ। এমনটি জানিয়েছেন বিজ্ঞানীরা।

এবার নাকি ‘পিঙ্ক মুন’ বা গোলাপি চাঁদ দেখবে বিশ্ববাসী। এটি মূলত এপ্রিলের পূর্ণাঙ্গ চাঁদ। 

যুক্তরাষ্ট্রের নেভাল অবজারভেটরির বরাত দিয়ে খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টায় গোলাপি চাঁদ উদিত হবে এবং পরদিন সকাল ৭টা পর্যন্ত তা দৃশ্যমান থাকবে।

২০ এপ্রিল সকালে এক ঘণ্টার মতো চাঁদ ও সূর্য আকাশে একইসঙ্গে দেখা যাবে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ দেখতে পাবেন। বাংলাদেশ থেকে পিঙ্ক চাঁদ দেখতে হলে শনিবার ভোরে আকাশে চোখ রাখতে হবে।

যারা চাঁদ পর্যবেক্ষণ করেন তারা চাঁদের একেক সময় একেক ধরনের নাম দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় এবার পিঙ্ক মুন নাম দিয়েছেন পর্যবেক্ষণকারীরা। তবে পুরোপুরি না হলেও এর রং কিছুটা গোলাপি হবে।

বিজ্ঞানীরা বলছেন, খুব ভালোভাবে পিঙ্ক মুন দেখতে হলে মূলত বৃহস্পতিবার রাত থেকেই আকাশে চোখ রাখতে হবে। আকাশ মেঘমুক্ত থাকলে শুক্রবার পিঙ্ক চাঁদ স্পষ্ট দেখা যাবে।

সূত্র : স্পেস ডটকম

এসএ/