ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে সুযোগ পেলেন না চাঁদিমাল-থরাঙ্গা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার | আপডেট: ০১:০২ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার

চার বছর পর আবার বিশ্বকাপ দলে তাও আবার অধিনায়ক হিসেবেই এবার বিলেতে যাচ্ছেন দিমুথ করুনারত্নে। বুধবারই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় ইংল্যান্ডে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন করুনারত্নে। আর বৃহস্পতিবারই ১৫ সদস্যের দল বেছে নিলেন লঙ্কান নির্বাচকরা।

উল্লেখযোগ্যভাবে শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে সুযোগ পেলেন না প্রাক্তন অধিনায়ক দীনেশ চাঁদিমাল, ওপেনার উপল থরাঙ্গা, দানুষ্কা গুনতিলকে, উইকেটকিপার- ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা, অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া। তবে দলে সুযোগ পেয়েছেন লাসিথ মালিঙ্গা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস। বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন লাহিরু থিরিমানে এবং লেগ-স্পিনার জেফ্রে ভ্যান্ডারসে। দলে ফিরেছেন নুয়ান প্রদীপ, অভিষ্কা ফার্নান্দো।

শ্রীলঙ্কার বিশ্বকাপ দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরার, কুশল পেরেরা, ধনঞ্জয় ডি-সিলভা, কুশল মেন্ডিস, ইসরু উদানা, মিলিন্দা সিরিওয়ার্ধনা, নুয়ান প্রদীপ, অভিষ্কা ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমানে, জেফ্রে ভ্যান্ডারসে, সুরঙ্গা লাকমল। 

সূত্র: জি নিউজ

একে//