ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪,   আষাঢ় ১৭ ১৪৩১

কক্সবাজারে চিংড়ি সম্পদের উন্নয়নে সম্ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:৫৪ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার

কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে চিংড়ি সম্পদের  উন্নয়নে সম্ভাবনা শীর্ষক কর্মশালা। একটি হোটেলের সম্মেলন কক্ষে এ কর্মশালায় বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমানসহ ওয়ার্ল্ড ফিসের কর্মকর্তা, চিংড়ি বিশেষজ্ঞসহ চিংড়ি শিল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ, প্রক্রিয়াজাতকরণ, রোগ ব্যবস্থাপনা, বাজার সম্প্রসারণ ও মান নিয়ন্ত্রণে আইন ও নীতিমালার বিষয়ে আলোচনা হয়।